
ঈদ উপলক্ষে জমজমাট আয়োজনে সম্পন্ন হলো ‘দ্য চাঁদ বাজার সিজন ২’ মেলা
ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে সবচেয়ে জাঁকজমকপূর্ণ ঈদ শপিং মেলা ঢাকা ব্যাংক প্রেজেন্টস “দ্য চাঁদ বাজার সিজন ২” পাওয়ার্ড বাই সিংগার/বেকো অনুষ্ঠিত হয়ে গেলো রাজধানীর গুলশানের আলোকি কনভেনশন সেন্টারে।
২৪ মার্চ থেকে শুরু হওয়া এই মেলা চলেছে ২৭ মার্চ পর্যন্ত, প্রতিদিনই দুপুর ২ টা থেকে ভোররাত ৪ টা পর্যন্ত চার দিনব্যাপী অনুষ্ঠিত অনন্য এই ঈদ উৎসবে বিশেষভাবে চাঁদ বাজারের পাশে থেকেছে টেক পার্টনার সুমাস টেক। রাইড শেয়ারিং পার্টনার হিসেবে পাশে ছিলেন পাঠাও, বেভারেজ পার্টনার ওয়াইল্ড ব্রিউ, স্ন্যাক্স পার্টনার স্যান্ড্রা এবং কো-স্পন্সর ছিলেন ম্যাগি ও নেসক্যাফে।
জমকালো এই ঈদ ইভেন্টে কেনাকাটার জন্য ছিল পরিচিত ও সুখ্যাত সব লাইফস্টাইল ব্র্যান্ড, খাবার, এবং বিনোদনের আয়োজন ছিল অনেক রকমের। সব বয়সী মানুষ ঈদ আনন্দে মেতে উঠেছিল মেলা প্রাঙ্গণে। পারফর্মেন্স জোনে কাওয়ালি, সুফী সঙ্গীত, গজল, শায়েরি, এবং ফায়ার শো ছাড়াও ৪ দিনই পরিবেশন করা হয়েছিল অনেক ধরনের চমক।
ফুড জোনে ইফতার থেকে সেহরি পর্যন্ত বিভিন্ন ধরণের সুস্বাদু খাবার পরিবার ও বন্ধুমহল নিয়ে উপভোগ করেছেন অগণিত মানুষ। মেহেদি জোনে পেশাদার মেহেদি শিল্পীরা সুন্দর সুন্দর ঈদ ডিজাইনে সাজিয়েছেন দর্শকদের হাত। এছাড়াও, আয়োজন ছিল কিছু কর্মশালা যেখানে বেকিং, অরিগামি, সেলফ ডিফেন্স এবং হেলদি লাইফস্টাইল ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণও দেয়া হয়েছিল।
সোশ্যাল মিডিয়ার লোকসমাজে পরিচিত ও প্রিয় মুখ বেশ কয়েকজন মেলার ৪ দিনই ঘুরে বেড়িয়েছেন পার্টনার দের স্টলগুলোতে, ব্র্যান্ড প্রমোশনে ছিলেন, এমনকি কেনাকাটাও করেছেন কেউ কেউ। বুশরা কবির, রামিসা ফারহা, মল্লিকা চোধুরি, অনামিকা, রোদসী ছাড়াও আরোও অনেককেই দেখা গিয়েছে টেক পার্টনার সুমাস টেকের স্টল ছাড়াও অন্যান্য জায়গায় ঘুরে লাইভ ভিডিও প্রেজেন্ট করতে। সব মিলিয়ে এই উৎসব ঈদ আনন্দে যোগ করেছিলো অন্য মাত্রা।